
Rule- 94 : কোনো বাংলা বাক্যে কর্তা কোনোকিছু করতে চেয়েছিল, বলতে চেয়েছিল, যেতে চেয়েছিল, খেতে চেয়েছিল এরূপ যুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :
গঠন : Sub.+ wanted to + মূল verb এর present form+Ext.
যেমন:
আমি তাকে সাহায্য করতে চেয়েছিলাম- I wanted to help him.
তিনি আপনার সাথে দেখা করতে চেয়েছিলেন- He wanted to meet you.
Rule- 95 : কোনো বাংলা বাক্যে কর্তা কোনোকিছু করতে চায় নি , বলতে চায় নি, যেতে চায় নি, খেতে চায় নি এরূপ যুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :
গঠন : Sub.+ did not +want to + মূল verb এর present form+Ext.
যেমন:
আমি তাকে সাহায্য করেতে চাই নি – I did not want to help him.
তিনি আপনার সাথে দেখা করতে চান নি – He did not want to meet you.
Rule- 96 : কোনো বাংলা বাক্যে কর্তা কি কোনোকিছু করতে চেয়েছিল? বলতে চেয়েছিল? যেতে চেয়েছিল? খেতে চেয়েছিল? এরূপ যুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :
গঠন : Did +Sub.+ want to + মূল verb- এর present form+Ext.+?
যেমন:
আমি কি তাকে সাহায্য করতে চেয়েছিলাম? Did I want to help him?
তিনি কি আপনার সাথে দেখা করতে চেয়েছিলেন? Did he want to meet you?
Rule- 97 : কোনো বাংলা বাক্যে কর্তা কি কোনোকিছু করতে চায় নি? বলতে চায় নি? যেতে চায় নি? খেতে চায় নি? এরূপ যুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ :
গঠন : Did+ Sub.+ not + want to + মূল verb এর present form+Ext.+?
যেমন:
আমি কি তাকে সাহায্য করেতে চাই নি? Did I not want to help him?
তিনি কি আপনার সাথে দেখা করতে চান নি? Did he not want to meet you?