
মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর: রংপুর সদরের সদ্যপুস্করণী ইউনিয়নের নয়াপুকুর বালাপাড়া গ্রামে টাক্টারের তলায় পিষ্ট হয়ে স্থানীয় দক্ষিণ ভেলু এলাকার বাসিন্দা আব্দুস ছালাম মিয়ার ছেলে মহুবার রহমান নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় চালকসহ তিন জনকে গুরুতর আহত অবস্থায় দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। আজ ৯ জানুয়ারি বৃহস্পতিবার ভয়ানক এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বিকেলে টাক্টরটি উপজেলার বালাপাড়া গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মহুবারকে চাপা দিয়ে রাস্তার পাশে খাদে উল্টে গেলে ঘটনাস্থলেই মহুবার রহমান নিহত ও চালকসহ ৩জন গুরুতর আহত হয়।
রংপুর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম সাজেদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।