
এএসএম সা’-আদাত উল করীম: আজ৬ জানুয়ারি সোমবার জামালপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাল্যবিবাহমুক্ত ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নকল্পে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউডিসি উদ্যোক্তা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার( রাজস্ব) এ.এইচ.এম লোকমান হোসাইন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. বাছির উদ্দিন ।
প্রধান অতিথি বলেন , বাল্যবিবাহের অভিশাপ লাঘবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ভূমিকা অপরিসীম। এ অগ্রযাত্রায় ইউডিসির উদ্যোক্তাদের বলিষ্ঠ ভূমিকা আমাদের জন্য সহায়ক হিসেবে কাজ করবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাল্যবিবাহমুক্ত জামালপুর উপহার দিতে জেলা প্রশাসন অবিরাম কাজ করে যাচ্ছে। বিভিন্ন হটলাইনসহ জনপ্রতিনিধিদের সার্বিক অংশগ্রহণে এ সামাজিক ব্যাধি থেকে রেহাই পেতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।