
মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর :
’মাদককে রুখবো-বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ ২ জানুয়ারি বৃহস্পতিবার সকালে রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের আয়োজনে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাউনহল চত্বরে গিয়ে শেষ হয়। পরে দুপুরে স্থানীয় টাউন হল মিলনায়তনে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনারকে এম তারিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল আলীম মাহমুদ, রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক মাসুদ রানা। সভায় বিভিন্ন মাদকবিরোধী প্রতিষ্ঠান, এনজিও প্রতিনিধি ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
রংপুরের বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, আজ ভয়ানক মাদকের নেশায় মানুষের জীবন ও স্বপ্ন ধ্বংস হচ্ছে । মাদকাসক্ত জীবনে কখনোই সুখ-শান্তি বিরাজ করেনা। তাই জীবনে সুষ্ঠু ও সুন্দর ভাবে বেঁচে থাকতে মাদককে না বলুন! জীবনকে ভালোবাসুন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হোন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত সোনার বাংলা গঠনে ও স্বপ্নপূরণে মাদককে রুখে দিতে সকলে প্রতি আহ্বান জানান তিনি।