গ্রেফতারক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাহেদুর রহমান দিপুকে (৫০) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পাইপগান জব্দ করা হয়।
শনিবার রাতে উপজেলার একলাশপুর ইউনিয়নের পূর্ব অনন্তপুরে আনন্দধারা এলপি গ্যাস নামের একটি প্রতিষ্ঠান থেকে দিপুকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
গ্রেফতার হওয়া দিপু ওই ইউনিয়নের পশ্চিম অন্তপুর গ্রামের পঞ্চায়েত বাড়ির সফিকুর রহমানের ছেলে। আওয়ামী আমলে তিনি একলাশপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে ছিলেন।
পুলিশ জানায়, পূর্ব অনন্তপুরের আনন্দধারা এলপি গ্যাস নামের ওই প্রতিষ্ঠানে কয়েকজন অ*স্ত্রধারী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে দিপুকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দোকানের সিলিংয়ের উপর থেকে একটি পাইপগান জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি আসরাফ উদ্দিন বলেন, ‘গ্রেফতার আসামির বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় পাঁচটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অ*স্ত্র আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।’