পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়ায় ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি)-এর পুঠিয়া শাখা ব্যবস্থাপক আশরাফুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, সাময়িক বরখাস্ত বাতিল ও স্বপদে পুনর্বহালের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা।
শনিবার (৪ অক্টোবর) বিকেল ৫টায় পুঠিয়া উপজেলা সদরের ডিএফইডি অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্রাঞ্চ ম্যানেজার আশরাফুল ইসলাম। তিনি অভিযোগ করেন, রাজশাহী জোন-২ এর এরিয়া ম্যানেজার মিনার হোসেন দীর্ঘদিন ধরে অফিসের এক নারী কর্মীকে কু-প্রস্তাব, প্রমোশনের প্রলোভন ও অনৈতিক সম্পর্কের চাপ দিয়ে আসছিলেন।
ভুক্তভোগী নারী কর্মী জানান, ‘একদিন দুপুরে অফিসে একা থাকাকালে তিনি মিনার হোসেনের শ্লী*লতাহানির শিকার হন। ঠিক তখনই ফিল্ড থেকে ফিরে আসা ফয়সাল মাহমুদ নামের অপর এক কর্মী অফিসে প্রবেশ করলে মিনার হোসেন তড়িঘড়ি করে রুম ত্যাগ করেন।’
সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন, ব্রাঞ্চ ম্যানেজার আশরাফুল ইসলাম, ফিল্ড অফিসার নাহিদা আক্তার, ফায়সাল আহম্মেদ। এছাড়াও সংবাদ সম্মেলনে জাতীয় ও স্থানীয় পত্রিকার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভুক্তভোগীদের ন্যায্যতা নিশ্চিত করার দাবি জানানো হয়।