আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলায় জেলা(আনসার) কমান্ড্যান্টের কার্যালয় চত্বরে গরীব, অসহায় ও দুস্থ শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ জানুয়ারি)পঞ্চগড় জেলার (আনসার) কমান্ড্যান্টের কার্যালয় চত্বরে পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যােগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পঞ্চগড় জেলা আনসার এডজুটেন্ট ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় সাবেক শিক্ষার্থী আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ ও জাবির সাবেক শিক্ষার্থী দেলোয়ার হোসেন প্রধান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা সাবেক জাবিয়ান ও সাবেক ব্যাংক কর্মকর্তা মো. সাগর,মকবুলার রহমান সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আইনুন নিশাত হিমু, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার আজমল হকসহ পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকার দুই শতাধিক গরীব,অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।