
আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বাসের ধাক্কায় মিতু আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।নিহত মিতু জুগিকাটা এলাকার নুরজামালের মেয়ে।
বৃহস্পতিবার (১০ জুন)আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের জুগিকাটা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশু মিতু বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় আটোয়ারী থেকে পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে গেলে ঘটনাস্থলেই মিতুর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল করে। তবে ঘটনার পর পরেই ঘাতক বাসটি পালিয়ে যায়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দুলাল উদ্দীন বাসের ধাক্কায় মিতু আক্তার নামের এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।