
আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলায় পুকুরের পানিতে পড়ে মুছাব্বির নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ মে ) দুপুরে উপজেলার দেবনগর ইউনিয়নের মাঝগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুছাব্বির ওই এলাকার ফরহাদ হোসেনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশুটিকে তার মা ঘুমিয়ে রেখে পরিবাবের সবাইকে নিয়ে মরিচ তুলতে যায়। পরে বাসায় এসে শিশুটিকে ঘরে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়।
তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।