
মো: বাবুল নেত্রকোনা থেকে: নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলায় কাইয়ুম(৩০) নামের এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে খালিয়াজুরী থানা-পুলিশ। নিহতের বড় ভাই মো: মোবারকের সাথে কথা বললে কান্না জড়িত কন্ঠে জানান, আমার ছোট ভাই মো: কাইয়ুম অন্য জনের নৌকা ভাড়া করে সংসার চালাতো। গত ০৬/০৬/২০২০ ইং তারিখে কৃষ্ণপুর হতে ইয়ারাবাজ বাজার, শাল্লায় ৫০০ টাকার ভাড়া ২ হাজার টাকায় দর কষাকষি করে যাত্রী নিয়ে যায়। কাইয়ুম আমাকে মোবাইলে ফোন করে জানায়,তার বাড়ি ফিরতে দেরি হবে। রাত অনেক হয়ে যাওয়ায় আমরা চিন্তিত হয়ে পড়ি এবং কাইয়ুমের মোবাইলে ফোন দিলে বন্ধ পাই। কয়েকদিন অনেক জায়গায় খোঁজা-খুঁজির পর ১০ তারিখে খালিয়াজুরীর অফিসার ইনচার্জ ওসি মাহমুদুল স্যার মোবাইলে জানায়,পাদাউড়া বাইল্লার হাওরে ভাসমান অবস্থায় একটা লাশ ভেসে উঠছে। এসে দেখি আমার ভাই কাইয়ুমের লাশ।ওসি স্যারের সহযোগিতায় ১১ তারিখে অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করি।
খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তিনি আরো জানান,কেন এই নিরীহ ব্যক্তিকে খুন করা হল এসব ক্লু বের করার জন্য নেত্রকোনা জেলার সুযোগ্য পুলিশ সুপার আকবর আলী মুন্সী স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মো: ফখরুজ্জামান জুয়েল স্যারের নির্দেশ পরামর্শ ক্রমে যে ব্যক্তি নৌকা ভাড়া নিয়েছিল তাকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে নিজের দোষ স্বীকার করে এবং কাইয়ুম হত্যাকান্ডের সাথে জড়িত আরও ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হই এবং বিজ্ঞ আদালতে ৫ জনকে প্রেরণ করি।