
মহিনুল ইসলাম সুজন,জেলা ক্রাইম রিপোর্টার নীলফামারী॥ চলমান এসএসসি ও দাখিল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য হাসিনুর ইসলাম(২২)নামে একজনকে আটক করেছে র্যাব-১৩সিপিসি-২, নীলফামারী।বৃহস্পতিবা(৬ফেব্রুয়ারি)বিকেলে র্যাব-১৩ এর অধীনস্থ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২, নীলফামারীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ০৩নং আলোয়া খোয়া ইউনিয়নের গুঞ্জরমারী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত কথোপকথনের প্রিন্ট আউটকৃত বিভিন্ন ছায়ালিপিসহ তাকে আটক করেন। হাসিনুর ইসলাম পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার তড়িয়া ইউনিয়নের বোধগাঁও গ্রামের মইনুল হকের ছেলে।নীলফামারী র্যাব-১৩সিপিসি-২,সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন,এসএসসি/দাখির পরীক্ষা-২০২০ সালের প্রশ্নপত্র ফাঁসকারী চক্র প্রতারণার মাধ্যমে ব্যবসা করে আসছিল।এ ঘটনায় মামলা হয়েছে ।