crimepatrol24
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৩:২৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ইউরোপ
  12. ইংরেজি ভাষা শিক্ষা
  13. উত্তর আমেরিকা
  14. উদ্যোক্তা
  15. এশিয়া

খুটাখালীতে ওয়াকফস্ট্যাটের জমির বি’রোধে দু’পক্ষের সং’ঘর্ষে আ’হত-৬

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১৬, ২০২২ ৯:০৬ অপরাহ্ণ
খুটাখালীতে ওয়াকফস্ট্যাটের  জমির বি’রোধে দু’পক্ষের সং’ঘর্ষে আ’হত-৬

 

চকরিয়া প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়ায় আলাউদ্দিন ওয়াকফস্ট্যাটের জমির বর্গাচাষকে কেন্দ্র করে দু’পক্ষের সং’ঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬জন আ’হত হয়েছে। স্থানীয়রা আ’হতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করায়।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার খুটাখালী বাজারস্থ ইসলাম মার্কেটের সামনে হা’মলার এ ঘটনা ঘটে।

হা’মলায় আ’হতরা হলেন, উপজেলার খুটাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের স্কুলপাড়া এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে আকতার কামাল (৪০), একই এলাকার মৃত শাহাব মিয়ার ছেলে এরশাদুল হক (৩৫), মৃত আলী হোসেনের ছেলে মোজাফ্ফর আহমদ (৪৩) ও আহত আক্তার কামালের ছেলে খুটাখালী কিশালয় আদর্শ শিক্ষা নিকেতনের ৮ম শ্রেণির ছাত্র জিহাদ (১৫)। আ’হতরা সবাই জমির মোতওয়াল্লী আকতার কামাল গ্রুপের লোকজন।
অপরদিকে, প্রতিপক্ষের আ’হতরা হলেন, একই ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের হেতালিয়াপাড়া এলাকার মৃত নুর হোসেনের ছেলে জয়নাল (৪২) ও তার ভাই কাজল (৩৫)।

আলাউদ্দিন ওয়াকফস্ট্যাটের জমির মোতওয়াল্লী ও হা’মলার শিকার আ’হত আক্তার কামাল জানান, আমি আলা উদ্দিন ওয়াকফ্ স্ট্যাটের মোতওয়াল্লি উসমান গণির কাছ থেকে কালিয়াঘোনা নামক এলাকার চাষাবাদের নন-জুডিশিয়াল স্ট্যাম্প মূলে দুইবছরের জন্য চুক্তিভিত্তিক ধানিজমি ও খাল বর্গাচাষী হিসেবে নিয়েছি। উক্ত জমি নিয়ে সাবেক বর্গাচাষী হেতালিয়াপাড়ার মৃত নুর হোসেনের ছেলে শামসু উদ্দিন তার ভাই জয়নাল, কাজল, ভগ্নিপতি নুরুল কবির ও তাদের চাচাতো ভাই আলী হোসেন ছোটন, আরিফসহ আরো ৮-১০ দেশীয় তৈরি অ’স্ত্র নিয়ে পরিকল্পিতভাবে খুটাখালী বাজারে ইসলাম মার্কেটের গলিতে আমার ওপর হা’মলা চালায়। এসময় প্রতিপক্ষের হা’মলা থেকে আমাকে উদ্ধার করতে গেলে আমার স্কুল পড়ুয়া ছেলে ও নিকট আত্মীয়সহ ৪ জনকে কু’পিয়ে আ’হত করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আলাউদ্দিন ওয়াকফস্ট্যাটের জমির বর্ঘাচাষকে কেন্দ্র করে দু’পক্ষের সং’ঘর্ষে ঘটনায় ৬ জন ব্যক্তি আহত হয়। স্থানীয় লোকজন আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে যায়। মূলত আলাউদ্দিন ওয়াকফস্ট্যাটের জমির বর্গাচাষী পরিবর্তন করাকে কেন্দ্র করে বর্তমান জমির বর্গাচাষী আক্তার কামালের পথরোধ ও তর্কাতর্কি নিয়ে এ ঘটনাটির সৃষ্টি হয়েছে। এসময় জমির সাবেক বর্গাচাষী শামসু উদ্দিন গ্রুপের ৫-৬জন লোকজন এসে আক্তার কামালের ওপর তারা হা’মলা চালায়।
এদিকে, খুটাখালীতে দু’পক্ষের হা’মলার ঘটনায় সংবাদ পেয়ে দ্রুত হাসপাতালে আহতদের দেখতে ছুটে যান কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম ও খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌলানা আবদুর রহমান। এসময় আ’হত দু’পক্ষের লোকজনকে সংসদ সদস্য ঘটনার বিষয় নিয়ে সবাইকে শান্ত থাকার জন্য পরামর্শ দেন। এবং হাসপাতাল কর্তৃপক্ষকে তাদের দ্রুত সেবা দেয়ার জন্য নির্দেশনা দেন।

ঘটনার ব্যাপারে চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গনি’র কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার বিষয়টি শুনেছি। তবে এখনও পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share This News:

সর্বশেষ - লাইফ স্টাইল