আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া>>
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অসহায় কর্মহীন দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ সম্পাদক আলহাজ্ব মোঃ নাজির মিয়া। তিনি আজ মঙ্গলবার দুপুরে নাসিরনগর সদরের নিজ বাসভবনের সামনে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে করোনা সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে চেয়ারে বসিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে এসব ঈদ সামগ্রী তুলে দেন। প্রত্যেককে ১ কেজি পোলার চাল,১ কেজি পেঁয়াজ,১ কেজি আলু,লবন,আধা কেজি চিনি,আধা কেজি ডাল,একটি সাবান,১ প্যাকেট দুধ,১ প্যাকেট সেমাই ও কিসমিস দেওয়া হয়। বিতরণ করার সময় কৃষকলীগের কেন্দ্রীয় জাতীয় কমিটির সদস্য রুমা আক্তার,নাসিরনগর সদর ইউপি‘র সাবেক চেয়ারম্যান শেখ আবদুল আহাদ,বাচ্চু মিয়া তালুকদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় কেন্দ্রীয় কৃষকলীগ নেতা আলহাজ্ব মোঃ নাজির মিয়া বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় মানুষের পাশে থেকে ব্যক্তিগতভাবে এসব ঈদ সামগ্রী বিতরণ করছি। দরিদ্র মানুষের মাঝে আমার এই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। তাই আশা করি, সমাজের বিত্তবান মানুষ যার যার সামর্থ্য অনুয়াযী অসহায়দের পাশে এগিয়ে আসার আহবান জানাই।