crimepatrol24
১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:৫৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ইউরোপ
  12. ইংরেজি ভাষা শিক্ষা
  13. উত্তর আমেরিকা
  14. উদ্যোক্তা
  15. এশিয়া

ধামরাই থানার সেই এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৯, ২০২৩ ৮:৩৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
ঢাকার ধামরাইয়ে ৫০ হাজার টাকা ঘুষ না দেওয়ায় জাসীম উদ্দিন নামে এক যুবককে মা’দক মামলায় ফাঁ’সানোর অভিযোগে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের বিরুদ্ধে।

মা’দক মামলায় যুবককে ফাঁ’সানোর প্রতিবাদে ওই এসআইয়ের বিরুদ্ধে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচির সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে পুলিশের ঊর্ধ্বতন কর্তপক্ষের টনক নড়ে।গত শনিবার থেকে ওই এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

এ ঘটনায় রোববার বিকালে সাভার-ধামরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম ও ধামরাই থানার অফিসার ইনচার্জ মো. হারুণ অর রশিদ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের মারাপাড়া ও জালসা এলাকায় সরেজমিনে তদন্তে আসেন। সেইসঙ্গে পুলিশের কথিত সোর্স সুতিপাড়া ইউনিয়নের সাহা বেলীশ্বর গ্রামের হোসেন আলীর ছেলে সোহেল রানাকে জিজ্ঞাসাবাদের জন্য আ’টক করা হয়।

এদিকে ধামরাই থানা পুলিশের ওই এসআইয়ের বিচার ও শাস্তির দাবিতে শনিবার সকাল ১১টা থেকে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে। ভুক্তভোগী পরিবার ও ক্ষুব্ধ এলাকাবাসী এ ব্যক্রিমধর্মী কর্মসূচি শুরু করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১০ জুন রাতে ধামরাই থানার এসআই দেলোয়ার হোসেনের কথিত সোর্স ও উপজেলার সাহা বেলীশ্বর গ্রামের হোসেন আলীর ছেলে সোহেল রানা কথা আছে বলে মারাপাড়া গ্রামের নুরমোহাম্মদ আলীর ছেলে জসীম উদ্দিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর স্থানীয় খুরশেদ আলমের ইটভাটায় রাতভর আ’টকে রেখে নিজেকে বিশেষ বাহিনীর সদস্য দাবি করে জসীমের পরিবারের কাছে ৩০ হাজার টাকা দাবি করেন। কোনো উপায় না দেখে পরিবারের সদস্যরা ২০ হাজার টাকা দিয়ে জসীম উদ্দীনকে ছাড়িয়ে আনেন।

পরদিন (১১ জুন) বিকাল ৪টার দিকে ফের ওই সোর্স সোহেল রানা ও এসআই দেলোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাড়িতে গিয়ে জসীমকে আ’টক করেন। এরপর তাকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে রাত ১১টার দিকে থানায় নিয়ে যান এবং পরিবারের কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। এসআইয়ের দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় তাকে মা’দক মামলা দিয়ে আদালতে পাঠানো হয় ১২ জুন দুপুরে।এ ঘটনায় জসীমের পরিবার ও এলাকাবাসীরা ক্ষুব্ধ হন। ওই এসআইয়ের বিচার ও শাস্তির দাবিতে তারা গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছেন শনিবার সকাল থেকে।

জসীমের বাবা নুরমোহাম্মদ আলী বলেন, ‘দারোগা দেলোয়ার আমাদের কাছে ৫০ হাজার টাকা ঘুষ চেয়ে না পাওয়ায় সে ক্ষুব্ধ হয়ে আমার ছেলেকে মা’দক মামলায় ফাঁ’সিয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশবাসীর কাছে এর ন্যায়বিচার চাচ্ছি।

এ ব্যাপারে শিক্ষানবীশ আইনজীবী মো. মানিক মিয়া বলেন, ‘এতবড় অন্যায় অমানবিক কর্মকাণ্ড কিছুতেই মেনে নেওয়া যায় না। আমরা এসআই দেলোয়ার হোসেনের সঠিক বিচার ও শাস্তি চাই।’

এসআই দেলোয়ার হোসেন তার বিরুদ্ধে উঠা অভিযোগের তদন্তের কথা স্বীকার করে বলেন, ‘এ বিষয়ে আমার কিছুই বলা বা করার নেই। এ সবই তকদীর। আমার বিরুদ্ধে ডাহা মিথ্যাচার করা হচ্ছে। ভালো কাজ করতে গিয়ে বদনাম নিতে হচ্ছে। এমন মিথ্যা অভিযোগ করে আমার কিছুই করতে পারবে না। তবে দুই-একদিনের মধ্যে আমার বদলি হতে পারে।’

এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ হারুণ অর রশিদ বলেন, ‘এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশের কথিত সোর্স সোহেল রানাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনা হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে ছাত্র কল্যাণ সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সরিষাবাড়ী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মোজাহার আলী’র ৫১ তম মৃত্যু বার্ষিকী পালিত

গাইবান্ধায় এশিয়ান টিভি’র ৬ তম শুভ জন্মদিনের কেক কেঁটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গৌরীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

গৌরীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

ঝিনাইদহে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডোমারে নবাগত পুলিশ সুপারের সাথে সুধীজনের মতবিনিময়

খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এবং খুলনার ব্যবসায়ী সমিতির নেতুবৃন্দের সাথে কেএমপি’র পুলিশ কমিশনারের মতবিনিময়

ফেন্সিডিল পাচারের সময় রংপুরের চিকিৎসকসহ লালমনিরহাটে আটক ২

তেঁতুলিয়ায় বাস-থ্রি হুইলার সং’ঘর্ষে নি’হত ১

মুজিববর্ষে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের মাধ্যমে শিক্ষাক্ষেত্রের বৈষম্য দূর করা হউক