
মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।।
২০ নভেম্বর-২০২৫ বৃহস্পতিবার সকালে দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম এর নিকট দরিদ্র, শীতার্তদের মাঝে বিতরণের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা আশা দিনাজপুর জেলার পক্ষ থেকে ৫২৫ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
আশা – দিনাজপুর ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে কম্বল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশা দিনাজপুর ডিভিশনের সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার দ্বিজেন্দ্র নাথ দাস,সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার প্রকাশ চন্দ্র বিশ্বাস, এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোঃ রুহুল আমীন, আশা দিনাজপুর জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ রুহুল সারওয়ার খান, সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃ হোসেন আলী, রিজিওনাল ম্যানেজার ট্রেইনি মোঃ ফারুক হোসেন, ম্যানেজার (এমএসএমই) দিনাজপুর মোঃ সাখাওয়াত হোসেন, সাপোর্ট ইঞ্জিনিয়ার ( আশা দিনাজপুর জেলা) মোঃ হারুনুর রশীদ, আশা দিনাজপুর-১ এর ব্রাঞ্চ ম্যানেজার মোঃ সাইফুর রহমান, আশা দিনাজপুর-২ এর সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ কামরুজ্জামানসহ আশা অফিসের বিভিন্ন পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও জেলা প্রশাসককে কম্বল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম হাবিবুল হাসান।
















