
মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি।।
৪ জানুয়ারি-২০২৬ রবিবার দিনাজপুর সদরের বাঁশের হাটে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে দিনাজপুর ইনার হুইল ক্লাব এর আয়োজনে সেমিনার অ্যাণ্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইনার হুইল ক্লাব এর ডিস্ট্রিক্ট চেয়ারম্যান জাসরিনা হায়দার। সম্মানিত অতিথির বক্তব্যে রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইনার হুইল ক্লাবের ডিস্ট্রিক্ট সেক্রেটারী সারাহ মাহমুদা বিশাখা।
দিনাজপুর ইনার হুইল ক্লাবের প্রেসিডেন্ট ডাঃ মমতাজ বেগম পলীর সভাপতিত্বে ও সেক্রেটারী রেজভীন সারমিনাজ ইসলাম রুমানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদ্য বিদায়ী প্রেসিডেন্ট নইমা সুলতানা, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মালেকা পারভীন, ট্রেজারার লায়লা শামীমা, এডিটর নুরছাবা হোসেন, সদস্য আরজুমান আরা, নাজমা মসির, নাসরিন পারভীন ,খাদিজা আক্তার বিনা,সাবিহা রহমান,জিন্নাতুন আরা, শাহানাজ পারভীন প্রমুখ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অসহায় হত দরিদ্র ও উদ্যোক্তাসহ দুইজন নারী।
অপরদিকে, অংশগ্রহণকারী উক্ত সেমিনারে উপস্থিত দুইজন হত দরিদ্র মহিলাকে দুইটি সেলাই মেশিন এবং দুইজন নারী উদ্যোক্তাকে উপহার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
এদিকে অনুষ্ঠানের সম্মানিত অতিথি জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালককে ইনার হুইল ক্লাবের একটি কোটপিন পড়িয়ে দেন ক্লাবের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান।

















