
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
“বাঁচলে নদী ,বাঁচবে দেশ – শেখ হাসিনার বাংলাদেশ ” এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে রবিবার দুপুর ১২ টায় বিশ্ব নদী দিবস -২০১৯ উপলক্ষ্যে নদীযাত্রা করেছে এলাকাবাসী ও মৎস্য জীবীরা। এ নদীযাত্রা আয়োজন করে দেওনাই হরিণচড়া ইউনিয়নের সুরক্ষা কমিটি বিভারাইন পিপল, শেওটগাড়ী ।
উপজেলার হরিণচড়া ইউনিয়নের শেওটগাড়ী গ্রামে দেওনাই নদীর তীরে নদী একটি জীবন্ত সত্তা,এর আইনি অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এ নদীযাত্রায় সভাপতিত্ব করেন দেওনাই সুরক্ষা কমিটির আহবায়ক মোঃ আব্দুল ওয়াদুদ। এতে অংশ নেন সদস্য সচিব আরিফুল রহমান মিলন, সদস্য আব্দুল জলিল, মৎসজীবি আব্দুল খালেক, লাবু ইসলাম,সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল ওয়াহেদসহ শত শত এলাকাবাসী।