আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম :
জামালপুর সদর উপজেলায় সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগসহনীয় ঘর পেয়েছেন ৪৭টি পরিবার। টিআর ও কাবিটার অর্থে দরিদ্র পরিবারের জন্য বিশেষ বরাদ্দে গৃহহীন পরিবার এসব ঘর পেয়েছেন। ইতোমধ্যে দরিদ্রদের মাঝে প্রায় সবগুলো ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে।
জামালপুর জেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াছমিন সংবাদ মাধ্যমকে জানান, সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ সহনীয় ঘর গৃহহীনদের দেওয়া হয়েছে। প্রতিটি ঘরে দুটি কক্ষ, একটি বারান্দা, একটি বাথরুম ও একটি রান্না ঘর থাকবে। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৩৩১ টাকা। জামালপুর পৌরসভাসহ সদর উপজেলায় ৪৭টি ঘর নির্মাণে সরকারের ব্যয় হয়েছে ১ কোটি ২১ লাখ ৪১ হাজার ৫ শত ৫৭ টাকা। যাদের জমি আছে কিন্তু ঘর নেই, এমন পরিবারকেই দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো জানান, যাদের ঘর খুবই ঝুঁকিপূর্ণ, অস্বচ্ছল মুক্তিযোদ্ধা, দু:স্থ পরিবার, প্রতিবন্ধী, বিধবা শুধু তাদেরকেই এই প্রকল্পের আওতায় আনা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রকল্পগুলোর মধ্যে এটি একটি। তবে এই কর্মসূচি কেন্দ্রীয়ভাবে মনিটরিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।