সুজন মহিনুল, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকা উপজেলায় এক গৃহবধুকে ফাঁ’দে ফেলে ধ’র্ষণ ও ধ’র্ষণের ভিডিও ধারণ করে ভাইরাল করে দেয়ার ভ’য় দেখিয়ে একাধিবার ধ’র্ষণের অভিযোগে ওই নারী দুইজনকে আসামী করে মামলা দায়ের করেছেন।
বুধবার(৩১ মে) সকালে জলঢাকা থানায় এই মামলা দায়েরের পর পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে কয়েক ঘণ্টার মধ্যে মামলার প্রধান আসামী সবুজ ইসলামকে (২৭) গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার আসামী উপজেলার মীরগঞ্জ পূর্ব শিমূরবাড়ী দলানের পাড় গ্রামের মতিন মিয়ার ছেলে। অপর আসামী একই গ্রামের মুকুল ইসলাম পলাতক বলে জানায় পুলিশ।
মামলার অভিযোগে জানা যায়, উপজেলার পূর্ব শিমুলবাড়ি গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ের সাথে মীরগঞ্জ পূর্ব শিমূরবাড়ী দলানের পাড় গ্রামের এমদাদুল ইসলামের বিয়ে হয়। ঘর সংসার চলাকালীন সবুজ ইসলাম ওই নারীকে ফাঁ’দে ফেলে ধ’র্ষণ করে। ধ’র্ষণের সময় ধ’র্ষক গোপনে তা মোবাইলে ধারন করে রাখে। এরপর ধ’র্ষণের ভিডিও ভাইরাল করার ভ’য় দেখিয়ে ওই নারীর কাছে ৩৫ হাজার টাকা হাতিয়ে নেয় ও পুনরায় একাধিকবার ধ’র্ষণ করে। এরই মাঝে ধ’র্ষনের ভিডিও ওই নারীর স্বামীকে দেখিয়ে বিয়ে বিচ্ছেদ ঘটায়। বাধ্য হয়ে ওই নারী বাবার বাড়িতে অবস্থান নিয়ে চাকুরির খোঁজে ঢাকা চলে যায়। ঢাকায় একটি বেসরকারি ক্লিনিকে আয়ার কাজ নেয়। এরপর ওই নারী ২৮ মে (রবিবার) ঢাকা থেকে বাবার বাড়ি ফিরে আসেন। এ অবস্থায় মঙ্গলবার (৩০ মে) উক্ত দুই আসামী সন্ধ্যায় ওই নারীর বাবার বাড়ি গিয়ে পূর্বের ধ’র্ষনের ভিডিও ভাইরাল করে দেয়ার পুনরায় ভ’য় দেখিয়ে ওই নারীকে মোটরসাইকেলে তুলে নিয়ে মীরগঞ্জ দিয়াবাড়ী রোড ক্যালেনের বাঁশ এবং গাছের ঝোঁপের আড়ালে নিয়ে দ্বিতীয় আসামীর সহযোগীতায় প্রধান আসামী সবুজ জোরপূর্বক ধ’র্ষন করে। ধ’র্ষণের পর ওই নারীকে মোটরসাইকেলে করে অন্যত্র নিয়ে যাচ্ছিল। এ সময় রঙ্গের বাজার এলাকা অতিক্রম করার সময় ওই নারী বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে তাকে মোটরসাইল থেকে ফেলে দিয়ে দুই আসামী পালিয়ে যায়। এলাকাবাসী ছুটে এসে ঘটনার জানার পর পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ওই নারীকে রাতেই উদ্ধার করে থানায় নেয় ও মামলা দায়ের করে।
জলঢাকা থানার চলমান ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বিশ্বদেব রায় জানান, ‘বুধবার সকালে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামীকে মিরগঞ্জ বাজার থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ঘটনার কথা স্বীকার করেছে। মামলার অপর আসামীতে গ্রেফতার করা চেষ্টা করা হচ্ছে।’