সাধারণ জ্ঞান ( বাংলাদেশ বিষয়াবলী):
১. বাংলাদেশে সীমান্তবর্তী ভারতের রাজ্যের সংখ্যা কয়টি?
উ: ৫ টি
২. বাংলাদেশের কোন জেলা আসামের অংশ ছিল?
উ: সিলেট
৩. কোন রেখার উপর বাংলাদেশ অবস্থিত?
৪. ট্রপিক অব ক্যানসার
৫. বাংলাদেশের উত্তরে ভারতের কোন কোন রাজ্য অবস্থিত?
উ: পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়
৬. বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে অবস্থিত নদী কোনটি?
উ: নাফ
৭. কোন সমুদ্র সৈকতকে বাংলাদেশের ‘সাগরকন্যা’ বলা হয়?
উ: কুয়াকাটা
৮. হালদা ভ্যালি কোথায় অবস্থিত?
উ: খাগড়াছড়ি
৯. মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?
উ: ২৭১ কি.মি.
১০. বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
উ: ২০০ নটিক্যাল মাইল।