এএসএম সা’-আদাত উল করীম:
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ার সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, কোন ফোনালাপ নয়, খালেদা জিয়ার মুক্তি আদালতের ব্যাপার, আওয়ামী লীগের নয়।
শনিবার বিকালে জামালপুর জিলা স্কুল মাঠে জামালপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত মুজিববর্ষ উপলক্ষে বিশাল জনসভা তারা এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আলহাজ্ব মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, হুইপ আতিউর রহমান আতিক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি, সংসদ সদস্য আবুল কালাম আজাদ, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা, সাবেক এমপি রেজাউল করিম হীরা। জনসভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী।
এর আগে জামালপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ম্যুরাল উন্মোচন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।