ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
নেত্রকোনার কেন্দুয়ায় মেসার্স নাহার ট্রেডার্স গোডাউনে সরকারি ত্রাণের ৩০৪ বস্তা (১৩ হাজার ৫১৫ কেজি) চাল জব্দ করেছে যৌথবাহিনী।
শুক্রবার বিকাল থেকে রাত ১২টা পর্যন্ত কেন্দুয়া পৌর সদরের কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করে যৌথবাহিনী।
এ সময় ৩০৪ বস্তা (১৩ হাজার ৫১৫ কেজি) চাল জব্দ করে; যার মূল্য ৪২ টাকা কেজি দরে ৫ লাখ ৬৭ হাজার ৬৩০ টাকা। মেসার্স নাহার ট্রেডার্সের মালিক কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন আহম্মেদ।
অভিযানে যৌথবাহিনীর টিম সন্দেহভাজন হিসেবে তিনজনকে প্রাথমিকভাবে আটক করে। পরে তাদেরকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে কেন্দুয়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দ চাল সরকারি রিলিফ (জিআর) কর্মসূচির আওতায় বিভিন্ন মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের আহার্য্য হিসেবে বরাদ্ধ চাল; যা নিয়ম বহির্ভুতভাবে মজুদ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন অবস্থায় আছে।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, ‘জব্দ চালের বস্তা উপজেলা প্রশাসনের দপ্তরে রাখা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার দেখানো হয়নি এবং কোনো মামলা হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’