ক্রাইম পেট্রোল ডেস্কঃ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৭০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বিশেষ পুলিশ সুপার, সিটি স্পেশাল ব্রাঞ্চ, কেএমপি, খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) কাজী মিজান(৪২), পিতা-মৃতঃ কাজী আবুল কালাম, সাং-মধ্য শেলাবুনিয়া, ওয়ার্ড নং-০৮, থানা-মংলা, জেলা-বাগেরহাট; ২) আল-আমিন(৩০) পিতা- আসমান আলী শিকদার, সাং-ডুমুরিয়া, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা এবং ৩) মো. রাজু মোল্লা @রাজিব(২৫), পিতা-এসএম লাভলু মোল্লা, সাং-ভান্ডারখোলা, আটঝুরি ইউনিয়ন, বাজারের পাশে, থানা-মোল্লারহাট, জেলা-বাগেরহাট, এ/পি সাং-গল্লামারী শশীভূষণ রোড গীর্জার পাশে, চেয়ারম্যান সাহেব এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরীদেরকে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৭০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩ টি মামলা রুজু করা হয়েছে।