আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম,বিশেষ প্রতিনিধি : আগামী কাল ১৯ অক্টোবর শনিবারের “আবরার হত্যা ও বাংলাদেশের সমসাময়িক রাজনীতি” শীর্ষক “মুক্ত আলোচনা” অনুষ্ঠান সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হবে। বাংলাদেশে কংগ্রেসের দপ্তর সম্পাদক তুষার রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. ইয়ারুল ইসলাম বলেন, বাংলাদেশে কংগ্রেসের আয়োজনে উপস্থিত থাকতে অনেকেই আজ পর্যন্ত সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। তারা হলেন অ্যাড. সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি, গণফোরাম কমরেড খালেকুজ্জামান, সাধারণ সম্পাদক, বাসদজননেতা ববি হাজ্জাজ, চেয়ারম্যান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়ক, গণসংহতি আন্দোলন অ্যাড. ফাহিমা নাসরিন মুন্নী, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিএনপি খন্দকার মোঃ খুরশিদ আলম স্বপন, অ্যাড. বাংলাদেশ সুপ্রিম কোর্ট অ্যাড. মোঃ আব্দুল হাই, ডেপুটি এ্যাটর্নি জেনারেল (সাবেক) জনাব মহিউদ্দিন আহমেদ, সভাপতি, বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এ্যাসোসিয়েশন প্রমুখ।
তিনি আরো বলেন, বাংলাদেশ কংগ্রেস সুস্থ্ ধারার রাজনীতিতে বিশ্বাসী। বাংলাদেশ কংগ্রেস সুস্থ ধারার রাজনীতি ও দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় সকল রাজনৈতিক দল ও দেশবাসীকে নিয়ে কাজ করতে চায়।তিনি উক্ত আলোচনায় সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান।