মাওলানা: শামীম আহমেদ,সাঁথিয়া পাবনা >>
ঈদুল আযহার দুই রাকাত নামায পড়া ওয়াজিব। এই দুই রাকায়াতে অতিরিক্ত ছয়টি তাকবীর বলা ওয়াজিব। যারা আরবিতে নিয়ত না জানেন তারা এভাবে নিয়ত করবেন – ঈদুল আজহার দুই রাকায়াত ওয়াজিব নামাজ অতিরিক্ত ৬টি তাকবীরসহ এই ইমামের পিছনে আদায় করছি। এর পর আল্লাহ আকবার বলে নিয়ত বাঁধতে হবে। তারপর ছানা পড়া হবে। তারপর নামাযের তাকবীরে তাহরীমার ন্যায় কান পর্যন্ত হাত উঠিয়ে আল্লাহ আকবার বলতে হবে এবং হাত ছেড়ে দিতে হবে। তারপর তিনবার সুবহান্নাল্লাহ বলা যায় পরিমাণ বিলম্ব করে আবার অনুরূপ হাত উঠিয়ে আল্লাহ আকবার বলতে হবে এবং হাত ছেড়ে দিতে হবে। আবার অনুরূপ বিলম্ব করে হাত উঠিয়ে আল্লাহ আকবার বলে হাত বেঁধে নিতে হবে এবং আউযৃবিল্লাহ, বিসমিল্লাহসহ সুরা ফাতিহা ও কেরাত ইত্যাদি সহকারে প্রথম রাকায়াত শেষ করে দ্বিতীয় রাকায়াতের জন্য উঠতে হবে অতিরিক্ত তিনটি তাকবীর বলতে হবে। এখানে তৃতীয় তাকবীরের পরও হাত ছাড়া অবস্হায় থাকবে তারপর রুকুর তাকবীর বলে রুকুতে যাওয়া হবে এবং যথা নিয়মে এই রাকায়াত শেষ হবে। নামাজ শেষ করার পর তাকবীরে তাশরীক বলতে হবে। নামাযের পর ঈদুল আযহার দুই খুতবা পাঠ করা হবে। এই খুতবা পাঠ করা সুন্নাত ও শেোনা ওয়াজিব।