

ক্রাইম পেট্রোল ডেস্ক>> ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৬, খুলনা চু’রির মামলার এক আসামীকে গ্রেফতার করেছে।
আজ মঙ্গলবার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনার পুলিশ সুপার কানাই লাল সরকারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -৬, খুলনার আওতাভুক্ত খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন ‘প্লাটিনাম জুবিলী জুট মিলস্ লিঃ’ হতে ইট চু’রির ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনার মোবাইল টিম ঘটনাস্থলে যান।উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে ওই মিলের এসিও (প্রশাসন) মোঃ মোস্তফা কামাল (৪০), বাদী হয়ে একটি চু’রির মামলা দায়ের করেন যা খালিশপুর থানার মামলা নম্বর ০৫/২৬৫, তারিখ-০৫/১১/২০২২ খ্রিঃ, ধারা-৪৪৭/৩৭৯, পেনাল কোড-১৮৬০।
আই.পি-৬, খুলনার পুলিশ সুপার কানাই লাল সরকার এর নির্দেশক্রমে চৌকস পুলিশ অফিসার এসআই (নিঃ)/ বিশ্বাস জুয়েল উক্ত মামলার তদন্তভার গ্রহণ করতঃ তদন্ত কার্যক্রম শুরু করেন। পূর্বে উক্ত মামলার এজাহারনামীয় দুইজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অত্র মামলার এজাহারনামীয় অপর অভিযুক্তকে গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৮ নভেম্বর ২০২২ খ্রি. প্লাটিনাম জুবিলী জুট মিলস্ লিঃ সংলগ্ন মাঠ হতে গ্রে’ফতার করা হয়। অত্র মামলার পরবর্তী আইনানুগ কার্যক্রম অব্যাহত আছে।