![](https://crimepatrol24.com/wp-content/uploads/158388_aaa.jpg)
জেলা প্রতিনিধি, রংপুর:
রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকায় আখিরা ব্রিজ সংলগ্ন আঞ্চলিক সড়কে বালু বোঝাই ট্রাক্টরের চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ (৪ ডিসেম্বর) বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ঘাতক ট্রাক্টরকে আটক করলেও ড্রাইভার পালিয়ে গেছে। মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শঠিবাড়ি বাজার থেকে মোটরসাইকেলে ৩ জন মাহিয়ারপুল গ্রামে যাবার পথে আখিরা ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে বালু বোঝাই ট্রাক্টর মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়। আহত একজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়। নিহতদের মধ্যে সাব্বির (১৮) ও ফারাবির(৭) বলে জানা গেছে।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরটিতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জনতাকে শান্ত করে ট্রাক্টরটি জব্দ করে। তবে ড্রাইভার পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস জানান, নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন পলাতক ওই ড্রাইভারকে খুঁজে বেড় করার চেষ্টা অব্যাহত রয়েছে।