
ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর এনএন ফিলিং স্টেশনে গ্রাহকদের ওজনে তেল কম দেওয়ার অপরাধে ওই পাম্পের ম্যানজার হাবিবুর রহমান (৬০)কে ৬ মাসের কারাদন্ড ও ৬০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক এম এ আজহারুল ইসলাম এ দন্ডাদেশ প্রদান করেন। মামলার বিবরণে জানা যায়, খালিশপুর এনএন ফিলিং স্টেশনে দীর্ঘদিন ধরে গ্রাহকদের তেল কম দেওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে চলতি বছরের ৭ এপ্রিল খুলনা থেকে বিএসটিআই এর একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় তারা প্রতি ১০ লিটারে ১৫০ মিঃলিঃ তেল কম দেওয়ার প্রমাণ পায়। এ অভিযোগে খুলনা বিএসটিআই এর পরিদর্শক আলমাস হোসেন বাদী হয়ে ম্যানেজারকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার চার্জ গঠন ও শুনানী শেষে আদালত হাবিবুর রহমানকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৬০ হাজার টাকা জরিমানা করে। জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারদন্ড প্রদান করা হয়।