![](https://crimepatrol24.com/wp-content/uploads/Mohespur-Chairman-Pic.jpg)
ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নেতা শামছুল হককে একদিনের হাজত বাস কারাদন্ড দিয়েছেন ঝিনাইদহ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। বুধবার দুপুরে আদালত অবমাননার দায়ে ঝিনাইদহ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মুহাঃ হাসানানুজ্জামান এই আদেশ দেন। খবরের সত্যতা নিশ্চিত করে আদালতের নাজির সোহেল রানা জানান, মিস ২৮/২০১৮ নং মামলায় গ্রাম আদালতের নথি তলব করেন বিজ্ঞ আদালত। কিন্তু আদালতের নির্দেশের পরও চেয়ারম্যান শামছুল হক নথি প্রেরণ করেন নি। ফলে আদালত অবমাননার দায়ে বুধবার বিকাল ৫টা পর্যন্ত তাকে কোর্ট হাজতে রাখার নির্দেশ দেন।