ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নেতা শামছুল হককে একদিনের হাজত বাস কারাদন্ড দিয়েছেন ঝিনাইদহ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। বুধবার দুপুরে আদালত অবমাননার দায়ে ঝিনাইদহ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মুহাঃ হাসানানুজ্জামান এই আদেশ দেন। খবরের সত্যতা নিশ্চিত করে আদালতের নাজির সোহেল রানা জানান, মিস ২৮/২০১৮ নং মামলায় গ্রাম আদালতের নথি তলব করেন বিজ্ঞ আদালত। কিন্তু আদালতের নির্দেশের পরও চেয়ারম্যান শামছুল হক নথি প্রেরণ করেন নি। ফলে আদালত অবমাননার দায়ে বুধবার বিকাল ৫টা পর্যন্ত তাকে কোর্ট হাজতে রাখার নির্দেশ দেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।