ঝিনাইদহ প্রতিনিধি >>
ঝিনাইদহের কালীগঞ্জ থেকে মোটরসাইকেল চুরি মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি টিভিএস এপাসি ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার তাদের শহরের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। আটকরা হলো-কালীগঞ্জ উপজেলার মধুগঞ্জ বাজারের মিজানুর রহমানের ছেলে সেলিম রেজা জনি ও মাগুরা জেলার পারনান্দুয়ালী গ্রামের আসলাম মোল্লার ছেলে রফিকুল ইসলাম বাপ্পী।
কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানান, শুক্রবার মোটরসাইকেল মামলার সাথে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।