
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : সোমবার কুষ্টিয়ার কুমারখালীতে ডেঙ্গু প্রতিরোধে আলাদাভাবে কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে ও কুমারখালী পৌরসভায় বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে ।
এ সময় পৌরসভার মেয়র মো:সামছুজ্জামান অরুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীবুল ইসলাম খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, সাংবাদিকসহ সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,পৌর কমিশনার, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।
সরকারি নির্দেশনা বাস্তবায়নে আজ উপজেলার সর্বত্র প্রচারণা অভিযান এবং আগামীকাল একযোগে সর্বত্র পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।