ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
কেএমপির অভিযানে ইয়াবাসহ ১ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
আজ শনিবার( ১৯ জুলাই) কেএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় মহানগর গোয়েন্দা পুলিশ গত ১৭ জুলাই ২০২৫ তারিখ রাতে কেডিএ আউটার বাইপাস রোড থেকে মাদক কারবারি শুকুর আলী মৃধা@খোকন (৫৪), পিতা-মৃত: আব্দুল মান্নান মৃধা, সাং-শাহবাড়ির মোড় গোবরচাকা মেইন রোড, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনাকে ৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

















