ক্রাইম পেট্রোল ডেস্ক।।
খুলনায় ৮ রাউণ্ড কার্তুজসহ সন্ত্রাসী ইমন মোল্লা কে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ২২ এপ্রিল কেএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা মেট্রোপলিটন পুলিশ আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে অ*স্ত্রধারী স*ন্ত্রাসী, কিশোর গ্যাং*, স্বর্ণ চো*রাচালানকারী, মা*দক ব্যবসায়ী, হ*ত্যাকাণ্ডে জড়িত ও কুখ্যাত আসামীদের গ্রেফতারের জন্য সাঁড়াশী অভিযান অব্যাহত রেখেছে।
অ*স্ত্রধারী স*ন্ত্রাসী এবং চাঁ*দাবাজরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এরই অংশ হিসেবে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম ২১ এপ্রিল ২০২৫ তারিখ বিকালে আড়ংঘাটা থানাধীন রায়েরমহল মধ্যপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় স*ন্ত্রাসী ইমন মোল্লা (২৮), পিতা-মোঃ মাসুদ মোল্লা, সাং-রায়েরমহল মোল্লাবাড়ী, থানা-হরিণটানা, খুলনা’কে বাবুলের ভিটার পরিত্যক্ত বাড়ির পশ্চিম পাশের ঝোপঝাড়ের মধ্য হতে তাকে গ্রেফতার করে। গ্রেফতার আসামীর হেফাজত হতে ৮ রাউণ্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। এ সংক্রান্তে তার বিরুদ্ধে আড়ংঘাটা থানায় অ-স্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, সিডিএমএস এবং থানার রের্কড পত্র যাচাই করে স*ন্ত্রাসী ইমন মোল্লার বিরুদ্ধে কেএমপির বিভিন্ন থানায় ৩ টি মামলার তথ্য পাওয়া গেছে।