আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম।।
জামালপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশন কর্তৃক জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহিদের পরিবারকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের পক্ষ থেকে এ ঈদ উপহার সামগ্রী ও ঈদ শুভেচ্ছা কার্ড বিতরণ করা হয়।
ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ জামালপুর জেলা শাখার সদস্য সচিব ডা. তারিকুল ইসলাম (রনি) এর নেতৃত্বে জামালপুর সদর উপজেলায় বিভিন্ন শহীদদের পরিবারের বাড়িতে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
২৭ মার্চ বৃহস্পতিবার জামালপুর সদর উপজেলার শ্রীরামপুর এলাকার রঘুনাথপুর গ্রামের শহিদ সাফওয়ান আখতার (পিতা মোহাম্মদ আখতারুজ্জামান) এর স্বজনদের হাতে এই ঈদ উপহার সামগ্রী ও শুভেচ্ছা কার্ড তিনি তুলে দেন।
এ সময় ডা. তারিকুল ইসলাম (রনি) বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা এ সামান্য উপহার পৌঁছে দিতে এসেছি। আপনারা তা গ্রহণ করে আমাদেরকে কৃতজ্ঞতা বন্ধনে আবদ্ধ করেছেন। জুলাই অভ্যুত্থানে শহিদের অবদান কখনও ভুলার নয়। আমরা সকল শহীদের আজীবন স্মরণ করবো। তিনি আরও বলেন ভবিষ্যতেও জুলাইয়ের বীর শহিদের পরিবারের প্রতি আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।