মো: আল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
ঈদের আনন্দ সকল শ্রেণি -পেশার মানুষের মাঝে সমভাবে আনন্দ বিলিয়ে দিতে পত্রিকার হকারদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কিশোরগঞ্জ প্রেসক্লাব।
মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় কিশোরগঞ্জ প্রেসক্লাব এর উদ্যোগে ক্লাব মিলনায়তনে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধরী এর সঞ্চালনায় ও সভাপতি এ.কে নাছিম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী।
এসময় কিশোরগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটির নেতৃবৃন্দর মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শেখ মাসুদ ইকবাল, সহ-সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, কোষাধ্যক্ষ অধ্যাপক শফিকুল ইসলাম ফকির মতি,কার্যকারী সদস্য আমিনুল হক সাদী,শামসুল আলম সেলিম, সৈয়দ আল আক্কিল মোকাররম, অ্যাডভোকেট শাহ আশরাফ উদ্দিন দুলাল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও নিউ নেশন পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার আলম সারোয়ার টিটু, সাংবাদিক মাজহার মান্না, দৈনিক প্রভাত এর স্টাফ রিপোর্টার শারফুদ্দীন সোহেল, ৭১ টিভির কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মো. সালেক হোসেন রনি, দৈনিক সংবাদ চিত্র অনলাইন পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মো.মাহফুজুল হক জিকু খান, আমার সংগ্রাম পত্রিকা জেলা প্রতিনিধি মো : আল আমিন, সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।