ক্রাইম পেট্রোল ডেস্ক:
কেএমপি’র মা’দক বিরোধী অভিযানে ৯২০ গ্রাম গাঁ’জা, ৩০ লিটার চো’লাই মদ এবং ৫০ পিস ই’য়াবা ট্যাবলেটসহ ১১ জন মা’দক কারবারিকে গ্রে’ফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার কেএমপি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের মা’দক বিরোধী অভিযানে মা’দক কারবারি ১. মোঃ আকাশ(২৬), পিতা- বাবু মুন্সি, সাং-বানরগাতী কাশেমাবাদ লেন, থানা-সোনাডাঙ্গা মডেল, ২. মোঃ নিজাম শেখ(২৪), পিতা-মোঃ রেজাউল শেখ, সাং-পাবলা মোল্লার মোড়, থানা-দৌলতপুর, ৩. মোঃ ফাইকুর রহমান@রিয়ন(২৬), পিতা-মোঃ ফরিদুর রহমান@রিপন, সাং-মহেশ্বরপাশা কালিবাড়ী বাজার, থানা-দৌলতপুর, ৪. নুরুজ্জামান(২০), পিতা-মোঃ নজরুল আকুঞ্জী, সাং-মশিয়ালি পূর্বপাড়া, থানা-খানজাহান আলী, ৫. উজ্জ্বল গাজী(৩০), পিতা-মনিরুল ইসলাম জাহাঙ্গীর, সাং-করিমনগর, থানা-সোনাডাঙ্গা মডেল, ৬. মোঃ জাহাঙ্গীর আলম(৩৫), পিতা-মৃত: রজব আলী, সাং-পশ্চিম দরগাপুর, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরা, ৭. মোঃ জাহিদুল ইসলাম(৩৮) পিতা-সায়াদ আলী, সাং-বসুপাড়া বাঁশতলা, থানা-সোনাডাঙ্গা মডেল, ৮. মোঃ সুজন হোসেন(২৬) পিতা-মৃত: আফজাল হোসেন, সাং-বসুপাড়া বাঁশতলা, থানা-সোনাডাঙ্গা মডেল, ৯. মোঃ জাবেদ আলী(২৭), পিতা-মোঃ জাহিদ মোল্যা, সাং-যোগীপোল, থানা-খানজাহান আলী, ১০. মোঃ সোহাগ সর্দ্দার(২৬), পিতা-মোঃ কাদের সর্দ্দার, সাং- যোগীপোল, থানা-খানজাহান আলী এবং ১১) রাসেল শেখ(২৬), পিতা-মৃত: সাজাহান শেখ, সাং-সাচিবুনিয়া, হাসানাবাদ, থানা-লবণচরা, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উক্ত মা’দক কারবারিদের নিকট হতে ৯২০ গ্রাম গাঁ’জা, ৩০ লিটার চো’লাই মদ এবং ৫০ পিস ই’য়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতার মা’দক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৯ টি মাদক মামলা রুজু করা হয়েছে।