মো. সাইফুল্লাহ খান, জেলাপ্রতিনিধি, রংপুর >>
সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের ব্যানারে বৃহস্পতিবার সকাল ১১টায় রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে কর্মচারী ইউনিয়ন পরিষদ । রংপুর বিভাগের বিভিন্ন সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীগণ এ মানববন্ধনে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সামান্য বেতনে কাজ করছেন। এতে করে পরিবার- পরিজন নিয়ে তাদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। চাকরির নিশ্চয়তা প্রদানের জন্য সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ করে রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানান তারা। একই সাথে চাকরি নিয়মিতকরণের আগপর্যন্ত সরকারি স্কেল অনুযায়ী বেতন ভাতা প্রদানের দাবি করা হয়।
সংগঠনের রংপুর বিভাগের সভাপতি আমিনুল ইসলাম নয়নের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি বাবু তুষার কান্তি মন্ডল, যুগ্ম আহবায়ক মকদুদার রহমান সরকার, সদস্য সচিব আজাহার আলী, আলামিন, সাজু মিয়া, রেজওয়ানুল ইসলাম ও আল-আমিন, রত্না মন্ডল প্রমুখ। মানববন্ধন ও সমাবেশে শেষে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন। সমাবেশ পরিচালনা করেন মানববন্ধন পরিচালনা কমিটির সদস্য সাহেবুল ইসলাম।