আঃ হামিদ, মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে মহামারি করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা উপেক্ষা করে মাস্ক ব্যবহার না করার আপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬ জনকে মোট ৭ হাজার ৪শ’ টাকা জরিমানা করা হয়েছে।
১৯ মার্চ (শুক্রবার) বিকেলে ৩ টার দিকে মধুপুর সাপ্তাহিক হাট এলাকায় মধুপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম. এ. করিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।এসময় করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার না করায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৬জনকে অর্থদণ্ড হিসেবে ৭ হাজার ৪শ’ টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মধুপুর থানা পুুলিশের সহযোগিতায় করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহারের গুরুত্ব সম্বন্ধে জনসচেতন করা হয়।
সহকারি কমিশনার (ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম. এ. করিম বলেন, “করোনা প্রতিরোধে মাস্কের ব্যবহার নিশ্চিত করার লক্ষেই এটা আমাদের একটি চলমান প্রক্রিয়া। পরবর্তীতেও এ ধারা অব্যাহত থাকবে। স্বাস্থ্যবিধি মেনে সকলেই মাস্ক ব্যবহার করলে বাংলাদেশ থেকে করোনার বর্তমান আঘাতকে প্রতিহত করা সম্ভব হবে।”