ক্রাইম পেট্রোল ডেস্কঃ কেএমপি’র অভিযানে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ১১৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৫০ গ্রাম গাঁজাসহ ০৮ (আট) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার,রাশিদা বেগম,বিপি নং-৭৫০৩০২৭৮১২,বিশেষ পুলিশ সুপার,সিটি স্পেশাল ব্রাঞ্চ, কেএমপি,খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোঃ সুজন শিকদার(২০), পিতা-মনা শিকদার, সাং-কচুয়া শিকদার বাড়ী, থানা-কচুয়া, জেলা-বাগেরহাট, এ/পি সাং-কয়লাঘাট কাগজীপাড়া, থানা-খুলনা সদর; ২) মনিরুজ্জামান@মনির(৩৮), পিতা-হাতেম আলী গাজী, সাং-১০ মাষ্টারপাড়া, মসজিদ গলি, থানা-খুলনা সদর; ৩) শাহিন হাওলাদার(২২), পিতা-কবির হাওলাদার, সাং-উত্তর সুতালড়ি, থানা- মোড়েলগঞ্জ, বাগেরহাট, এ/পি সাং-বসুপাড়া পাঠান বাড়ী গলি, থানা-সোনাডাঙ্গা মডেল; ৪) আব্দুর রহিম হাওলাদার(২৮), পিতা মোঃ শাহ আলম হাওলাদার, সাং-কুপধন কালমেঘা, থানা-পাথরঘাটা, জেলা-বরগুনা, এ/পি সাং-আলমনগর, মক্কী মাদানী মসজিদের পাশে, থানা-খালিশপুর; ৫) মোঃ রিপন হাওলাদার @বোমা রিপন(৩০), পিতা-মোঃ ফারুক হাওলাদার, সাং-উত্তর আলমনগর, পোড়া মসজিদ রেল লাইনের পার্শ্বে, থানা-খালিশপুর; ৬) মোঃ বাবু খাঁ(২১), পিতা-মোঃ জিন্নাত খাঁ, সাং-কলপুর বেতগ্রাম, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ, এ/পি সাং-বিএল কলেজ রোড, মালা গ্যারেজ মোড়, থানা-খালিশপুর; ৭) মোঃ তুহিন শেখ(১৭), পিতা-মোঃ বাইজিত শেখ, সাং-জাড়িয়া মাইট কোমড়া, ০২ নং লখপুর ইউপি, ০৫ নং ওয়ার্ড, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাট, এ/পি সাং-টিবি ক্রস রোড, মসজিদের পূর্ব পাশে, থানা-খুলনা সদর এবং ৮) মোঃ রেজাউল ইসলাম@রেজা(৩৯), পিতা-মোঃ ইদ্রিস গোলদার, সাং-শ্রীফলতলা পাইলট স্কুলের পশ্চিম পাশে, ০৪ নং রামপাল ইউপি, ওয়ার্ড নং-০৮, থানা-রামপাল, জেলা-বাগেরহাট, এ/পি সাং-পাবলা মোল্লার মোড়, থানা-দৌলতপুর, খুলনা মহানগরীদের’কে খুলনা মহানগরীর সংশ্লিষ্ট থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ১১৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৫০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এই সংক্রান্তে গ্রেফতার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৮ টি মাদক মামলা রুজু করা হয়েছে।