
আল মাসুদ,পঞ্চগড় জেলা প্রতিনিধি:
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ ( সা:) কে অবমানা করে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সম্মিলিত খতমে নবুওয়্যত সংরক্ষণ পরিষদ পঞ্চগড় এর আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) জুম্মার নামাজের পর পৌর শহর এবং বিভিন্ন এলাকার নবীপ্রেমিক পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্ক চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার শেরে বাংলা পার্ক চত্বরে এসে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়
সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ ( সা:) কে অবমানা করে ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় বাংলাদেশের সকল মুসলমানদের কলিজায় আঘাত হেনেছে। তাই রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সকল পণ্য বর্জন করার জন্য সরকারের কাছে দাবি জানান। দ্বীন ও ঈমানের স্বার্থে দলমত নির্বিশেষে সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।
এসময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সম্মিলিত খতমে নবুয়্যত ও সংরক্ষণ পরিষদের সভাপতি মুফতি আ.ন.ম আব্দুল করিম, সাধারণ সম্পাদক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি ক্বারী মো. আব্দুল্লাহ, সম্মিলিত খতমে নবুওয়্যত পঞ্চগড়ের সহ -সভাপতি মাও.আবু বক্কর ছিদ্দিক প্রমুখ।