মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর :
রংপুর বিভাগে গত আগস্ট মাসে ১৭২টি প্রতিষ্ঠানে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এতে ভেজাল পণ্য বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ওই সব প্রতিষ্ঠানকে ৬ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, র্যাব, পুলিশ, স্বাস্থ্য বিভাগ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, কৃষি বিপণন অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর ও ক্যাবসহ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় গত আগস্ট মাসে রংপুর বিভাগের আট জেলায় ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৭২টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়।
মো.জাহাঙ্গীর আলম আরও জানান, মাসব্যাপী অভিযান পরিচালনার সময় বিভিন্ন প্রতিষ্ঠানে মূল্যের তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও প্রক্রিয়াকরণ, মেয়াদ মূল্যহীন পণ্য বিক্রি ও বিক্রয়ের প্রস্তাব, মোড়কজাতকরণ বিধিমালা লঙ্ঘনের সত্যতা মেলে। এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য, ওষুধ বিক্রি ও বিক্রির প্রস্তাব, মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারণা, ওজন ও পরিমাপে কারচুপি, ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করা, প্রতিশ্রুতি পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করাসহ বিভিন্ন অপরাধে এ জরিমানা করা হয়েছে। অভিযানের পাশাপাশি গত এক মাসে ভোক্তাদের ১৭টি লিখিত অভিযোগের মধ্যে ১০টি নিষ্পত্তি করা হয়। এর মধ্যে ৭টি অভিযোগ আপস মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি হয়। ৩টি অভিযোগ প্রমাণিত হওয়ায় জরিমানার মাধ্যমে নিষ্পত্তি করা হয়। বাকি ৭টি তদন্তাধীন রয়েছে। সেইসাথে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।