
মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন হোমনা উপজেলায় নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে। আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে বলেন, হোমনা আমার , আমি যতদিন হোমনায় কর্মরত থাকবো ততদিন হোমনাকে আমার নিজের উপজেলা মনে করে হোমনার উন্নয়নে কাজ করে যাবো। তিনি সকল অনিয়ম, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, আশা করছি আগামী দিনের পথচলায় সাংবাদিকবৃন্দের সার্বিক সহযোগিতা পাব। এতে করে প্রশাসনের সকল সেবা স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে জনগণের কাছে পৌঁছবে বলে বিশ্বাস করি। এসময় তিনি হোমনা উপজেলার আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ উপজেলার সার্বিক উন্নয়ন করতে সঠিক তথ্য দিয়ে তাকে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। সভায় স্থানীয় প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।