
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুর রাজ্জাক(২৭)নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। উপজেলা সদরের পশ্চিমপাড়ায় বৃহস্পতিবার ইফতারের পূর্বে নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবদুর রাজ্জাক দাতঁমন্ডল এরফানিয়া সিনিয়র আলিম মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মাওলানা রফিকুল ইসলামের ছেলে ও নাসিরনগর সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক। এছাড়াও করোনা ভাইরাস সংক্রমণ রোধে সেচ্ছাসেবী ছিলেন। তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ গভীর শোক জানিয়েছেন।