
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে চাল বিতরণ করা হয়েছে। আজ সোমবার বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সামজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন অসহায়,গরীব ও দুস্থ একশত পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে এ উপহার বিতরণ করা হয়। চাল বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ ও উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম,আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী,যুবলীগ নেতা রায়হান আলী ভুইয়া,অবিদ রাজাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।