crimepatrol24
৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৩:৩৯ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ইউরোপ
  12. ইংরেজি ভাষা শিক্ষা
  13. উত্তর আমেরিকা
  14. উদ্যোক্তা
  15. এশিয়া

কলারোয়ায় মাল্টা চাষে সফল হলেন আক্তারুজ্জামান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৯, ২০১৯ ৩:৪০ অপরাহ্ণ

ফারুক হোসেন রাজ, কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: 
বেকারত্বের  অবসান ঘটাতে মাল্টা বাগান করে সাফল্যজনক লাভের সম্ভাবনা দেখছেন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের চাষী আক্তারুজ্জামান (৩৪)। 
ইংরেজি ১৯৮৪ সালে হেলাতলা (মুসলীম) মধ্যবিত্ত কৃষক  পরিবারের জন্মগ্রহণ করেন আক্তারুজ্জামান (৩৪)। তার পিতার নাম মৃত হাজী ফকীর আহম্মেদ মোড়ল। ২০০০ সালে  (এস এস এসি) উত্তীর্ণ হওয়ার পরে পরিবারের দায়িত্ব এসে যায়। ভাগ্যে জোটেনি লেখাপড়া , শুরু করেন কৃষি কাজ । 

পর পর দুই বার বিদেশে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে অবশেষে শুরু করেন কাঠের ব্যবসা । এরপর বাণিজ্যিক ভিত্তিতে ২০০৮ সালে সর্বপ্রথম তিনি বাউকুল চাষে ১৪ জানুয়ারি ২০১৩ সালে গ্রামীণফোন, উপজেলা কৃষি অফিস  থেকে ১ম স্থান অধিকার করে ব্যাপক সফলতা পান যা বিভিন্ন গণ মাধ্যমে ফলাও ভাবে প্রকাশিত হয়।

চাষী আক্তারুজ্জামান জানান, প্রথমে মূলত শখের বশে মাল্টা বাগান করেছি দেশের উন্নয়ন, বিদেশি ফল পরিত্যাগ ও ফরমালিন মুক্ত ফল উপহার দেওয়ার জন্য  । ২০১৬ সালে বরিশালের নাজিরপুরে মাল্টার বাগান দেখে ইচ্ছা হয় মাল্টা চাষের। ওই বছর ১৬ ডিসেম্বর কাঠ ব্যবসার সব টাকা দিয়ে বারী-১ জাতের ১ হাজার ৫টি মাল্টার চারা ৬ বিঘা জমিতে রোপন করি। মাত্র ৩ বছরের ব্যবধানে আশঙ্কা জনক ফুল ধরা শুরু করেছে এবং ফলের ধরনও সাফল্যজনক । প্রতিটি মাল্টা গাছে আশা করা যায়  ১০০-১১০টি করে মাল্টা পাওয়া যাবে। প্রতিটি মাল্টার ওজন ২৫০-৩৩০গ্রাম হয়। 
সম্পূর্ণ প্রদর্শণী প্লটাকারে জৈব সার ব্যবহার করে রাসায়নিক উপাদানমুক্ত এ মাল্টা খেতেও বেশ সুস্বাদু । বাংলা মাঘ মাসের প্রথম দিকে গাছে ফুল ধরে ।৭/৮ মাস পরিপক্ব হতে গাছে মাল্টা থাকবে এবং এই ৮ মাসে প্রতিটি গাছ থেকে প্রায় ৩০-৩৫ কেজি মাল্টা পাওয়া যাবে। গত তিন বছরে বারি মাল্টা-১  গাছের কলমের  চারা ও ফল বিক্রি করে তুলনামূলক বাৎসরিক লাভ থাকে ।

তিনি আরো বলেন, প্রাথমিক পর্যায়ে মাল্টা চাষে সফলতা পেয়েছি। সে জন্য চাষের পাশাপাশি নিজেই কলম তৈরি করি  যা এ বছর থেকেই লক্ষাধিক চাষযোগ্য বারি-১ মাল্টা চারা উৎপাদন করা হয়েছে। আরও কয়েক একর জমিতে বাণিজ্যিকভাবে মাল্টা চাষ করার ইচ্ছা রয়েছে। ছেলে মেয়েদের লেখাপড়া ও সংসার চলছে উৎপাদিত মাল্টা ও মাল্টার চারা  বিক্রি করে। 

এ বিষয়ে কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহাসীন আলী জানান, কলারোয়া উপজেলাতে ২০১৬সালের ১৬ ডিসেম্বর  সর্বপ্রথম ৪৫০ টি মাল্টা পরবর্তী একই বছর মোট ১০০৫টি চারা ক্রমন্বয়ে চাষ ও নিজের নার্সারিতে কলমের বারি-১ চারা বিক্রি শুরু করে কৃষক আক্তারুজ্জামান ।

আক্তারুজ্জামান  উপজেলার বিভিন্ন এলাকায় পরীক্ষামূলকভাবে ১৪-১৫ বিঘা জমিতে চাষ শুরু করেছেন । সঠিকভাবে পরিচর্যা করলে মাল্টা গাছ অনেক দিন বাঁচে এবং ফল পাওয়া যায়। সাধারণত মাঘ-ফাল্গুনে – ফুল আসতে শুরু করে। আমাদের দেশের আবহাওয়াতে এটি চাষ উপযোগী। এ ব্যাপারে কলারোয়া কৃষি সম্প্রসারন অফিস বেকার যুবকদের আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে মাল্টা চাষে উৎসাহিত করছে এবং এ লক্ষ্যে কিছু চাষী বাছাই করা হয়েছে। তাদেরকে প্রশিক্ষণসহ সকল প্রকার সহায়তা প্রদান করা হবে। 


Share This News:

সর্বশেষ - লাইফ স্টাইল

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশকে (এনপিসি বাংলাদেশ) আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির স্বীকৃতি

ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশকে (এনপিসি বাংলাদেশ) আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির স্বীকৃতি

ধোবাউড়ায় দুই বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণ কাজ, চরম দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

ঝিনাইদহে শীতার্তদের মাঝে জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ

হোমনায় বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা প্রদান

আজ বাংলাদেশ মেতে উঠতে চায় বিশ্বজয়ের আনন্দে!

ডোমারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

প্রধানমন্ত্রীর নির্দেশে আছপিয়াকে দেওয়া হচ্ছে ভূমিসহ ঘর ও চাকুরির নিশ্চয়তা

মধুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অ্যাড. শামছুজ্জামানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণ সভা

নাগরপুর উপজেলা বিআরডিবি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া চাইলেন এম মশিউর রহমান রুবেল