
মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় করোনাভাইরাসের প্রভাব মোকাবেলায় সরকারি নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপ্তি চাকমা এ অভিযান পরিচালনা করেন। শনিবার ও শুক্রবার ঝড় বৃষ্টি উপেক্ষা করেই পরিচালিত হয়েছে ভ্রাম্যামাণ আদালতের এই অভিযান। এতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অপ্রয়োজনে রাস্তা-ঘাটে, পাড়া-মহল্লায়, হাট-বাজারে লোকসমাগম হওয়ায়- নাসির উদ্দিন, কামাল হোসেন, হাবিবুর রহমান ও সুভাষসহ তাদের চার জনকে সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চালের প্যাকেট জালিয়াতি করে ব্যবসা পরিচালনা করার দায়ে শাহজালালকে ২ হাজার টাকা, সরকারঘোষিত ব্যবসা প্রতিষ্ঠানের বাহিরে প্লাস্টিক পণ্যের দোকান খোলা রাখার দায়ে হারুন অর রশিদকে ৫ হাজার টাকা এবং টিন ব্যবসায়ী উমর ফারুককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযানে আরও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফজলুল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ এবং সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মকবুল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও তাপ্তি চাকমা বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অপ্রয়োজনে রাস্তায় জমায়েত, ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা এবং জালিয়াতির দায়ে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে এই জরিমানা করা হয়েছে।