
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমার উপজেলার ২টি খাদ্য গুদামে মিলারদের নিকট হতে আমন চাল ক্রয়ের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলার ৪নং খাদ্য গুদামে চাল ক্রয়ের অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা খাদ্য বিভাগ। এ সময় উপজেলা খাদ্য কর্মকর্তা মাহমুদ হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, জেলা খাদ্য কর্মকর্তা কাজি সাইফুদ্দিন, খাদ্য গুদাম কর্মকর্তা জিয়াউর আলম, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক মনু উপস্থিত ছিলেন। এ সময় শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করেন অতিথিগণ। উল্লেখ্য, এবার ডোমার ও চিলাহাটি ২টি খাদ্য গুদামে ১৪০ জন মিলারের নিকট হতে এক হাজার মেট্রিক টন চাল ৩৬ টাকা কেজি দরে ক্রয় করা হবে বলে কর্তৃপক্ষ জানান।















