
মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি : “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি” এ প্রতিপাদ্যে কুমিল্লার হোমনায় ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বিকালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে হোমনা খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত মেলার উদ্বোধন করা হয় । এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা-২ হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন। এ সময় ইউএনও তাপ্তি চাকমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া, পৌরমেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি খন্দকার মাহবুবুর রহমান, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক গাজী ইলিয়াসসহ বিভিন্ন দপ্তরের অফিসার, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম। মেলায় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের ১৫ টি স্টল অংশগ্রহণ করে। পরে প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দকে সাথে নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।