মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লাঃ
কুমিল্লার হোমনায় কুখ্যাত ডাকাত মাহবুব কাঞ্চনের প্রধান সহযোগী চঞ্চলসহ ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছেন (হোমনা-মেঘনা) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম। শুক্রবার রাতে হোমনা থানার ভিটি কালমিনায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- ভিটি কালমিনা গ্রামের ১. মো. আব্বাস মিয়ার ছেলে মো. বাবু মিয়া (২২), ২. মো. হোসেন মিয়ার ছেলে মো. কালন(২৯), ৩. মৃত ছোট্ট মিয়ার ছেলে মো. চঞ্চল(৩১), ৪. আবুল হাসেমের ছেলে মো. হারুন মিয়া (৩৫), ৫. মৃত কাপতান ভুইয়ার ছেলে মো. জাকির হোসেন (৫০), ৬. সাফলেজি গ্রামের মৃত পাইয়া গাজীর ছেলে মো. বাদল মিয়া(৪০), ৭. মৃত মকবুল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩৫), ৮. মৃত আঃ সাত্তারের ছেলে মো. অহিদ মিয়া (৩০), ৯. মো. সহিদ মিয়ার ছেলে মো. মামুন মিয়া (২০) এবং ১০. মজিবুর রহমানের ছেলে মো. মাহাবুব (২২)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১০ টার দিকে হোমনা থানার ভিটি কালমিনায় এসআই মনির, এএসআই নন্দ, এএসআই নারায়ণসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান (হোমনা-মেঘনা) সার্কলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিম। এসময় আভিযানিক টিম হোমনার কুখ্যাত ডাকাত মাহবুব কাঞ্চনের প্রধান সহযোগী চঞ্চলসহ ১০ জুয়াড়িকে গ্রেফতার করতে সক্ষম হন।
হোমনা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আবুল কায়েস আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সার্কেল স্যারের নেতৃত্বে ভিটি কালমিনা থেকে ১০ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।
আজ শনিবার এই রিপোর্ট লেখা পর্যন্ত আসামিদের কুমিল্লা কারাগারে প্রেরণ করার প্রক্রিয়া চলছিল।
এএসপি মো. ফজলুল করিম জানান, মাদক, জুয়া, চুরি, ডাকাতি এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, (হোমনা-মেঘনা) সার্কেলের সিনিয়র এএসপি মো. ফজলুল করিম ইতোপূর্বে অভিযান চালিয়ে এলাকার চিহ্নিত ডাকাত গ্রেফতার, চোরাই সিএনজি উদ্ধার এবং চোরাই গরু উদ্ধারসহ অসংখ্য অপরাধিকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছেন। বাংলাদেশে করোনা ভাইরাসের পাদুর্ভাবের শুরু থেকেই তিনি হোমনা-মেঘনার মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির মাধ্যমে তাদেরকে ঘরে ফেরাতে সক্রিয় ভূমিকা করে আসছেন। এছাড়াও তিনি করোনাকালীন ব্যক্তিগত তহবিল থেকে অসহায় ও দুস্থ মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।